ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাইনাবানগঞ্জ হতে এমআরপি কার্যক্রম চালু হয় সেপ্টেম্বর, ২০১৪ সালে । পূর্বে চাঁপাইনাবানগঞ্জ জেলাবাসীর পাসপোর্ট ইস্যু করা হত বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহী হতে । ২০০৭ সাল হতে জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনাবানগঞ্জ হতে হাতে লেখা পাসপোর্ট ইস্যু করা হতো । পরবর্তীতে এমআরপি চালু হওয়ায় ইস্যু কার্যক্রম চলে যায় আবার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহীতে । ২০১১ সালে আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাইনাবানগঞ্জ সৃষ্টি হয় । ২০১৪ সাল থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাইনাবানগঞ্জ হতে এমআরপি ইস্যু করা হচ্ছে । ১৭ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের আওতায় আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাইনাবানগঞ্জ এর নিজস্ব ভবন গত ০১/১১/২০১৮ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্ভোদন করেন । এছাড়া সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারস্বরূপ আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাইনাবানগঞ্জ এ বহুল প্রতিক্ষীত ই-পাসপোর্ট চালু হয়েছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS